হাইটেক পার্কে তৈরি হচ্ছে কিডনি ডায়ালাইসিস মেশিন

৫ ডিসেম্বর, ২০২০ ১৮:০১  
এবার দেশের মাটিতেই তৈরি হচ্ছে কিডনি ডায়ালাইসিস মেশিন। গাজীপুরের বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই মেশিন সংযোজন শুরু হয়েছে। সংযোজন করছে সোনার বাংলা ফাউন্ডেশন। শনিবার (৫ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে সংযোজিত এই ডায়ালাইসিস মেশিন ডাক্তার মিলন পরিষদের কাছে হস্তান্তর করা হয়। এসবিএফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে ২ সদস্যের একটি টেকনিকাল টিম ঘানার রাজধানি আকরা সফরে যাচ্ছে ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও ডায়ালাইসিস মেশিন মেরামত উপর ট্রেনিং প্রদান করতে। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। সোনার বাংলা ফাউন্ডেশনের সিইও মোহাম্মাদ ওয়াহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ইকরাম আহমেদ,  এসবিএফ বাংলাদেশের গ্লোবাল অ্যাম্ব্যসেডর ও সঙ্গীত শিল্পী এসআই টুটুল ও সদস্য সচিব সাজ্জাদ রাশেদ।